কাদলা এস. এস. ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাসঃ-

ঊনবিংশ শতাব্দীর গোড়াতে বৃটিশ উপনিবেশ শাষণামলে উপমহাদেশে যখন আধুনিক ধর্মীয় ও যুগ উপযোগী শিক্ষার কোন সুযোগ ছিলনা, এ অঞ্চলে ধর্মীয় শিক্ষার যখন ত্রাহি ত্রাহি অবস্থা ঠিক তখনি এদেশে তাশরিফ আনেন ফুরাফুরা ছারছিনা, জৈনপুরী সহ অসংখ্য দরবার শরীফের আল্লাহর ওলিরা ও দরবারের মোবাল্লিগন তারা এদেশে দ্বীনের তালিম, ইলমে কেরাতের -সহীহ শিক্ষার প্রচার ও প্রসার কল্পে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তাদের মধ্যে অন্যতম ওলিকুল শিরমনি, কুতুবুল আলম, মুজ্জাদ্দিদে জামান ফুরফুরা শরীফের পীর আল্লামা আবু বকর সিদ্দিকী আল-কুরাইশী (রাহ:)। তারই দোয়া ও ইযাজত নিয়ে অত্র এলাকায় ধর্মীয় এলাকায় ধর্মীয় শিক্ষার হাত দেন শাহ সূফি মোলভী নাছির উদ্দিন (রাহ:)। ১৯০৯ খ্রী: চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার প্রতাপপুর নিবাসী সূফী নাছির উদ্দিন (রাহ:) এলাকাবাসীকে সহীহ কুরআনী তালিম ও ধর্মীয় শিক্ষার অপূর্ব সুযোগ প্রদানে ব্রতী হন। যার অক্লান্ত পরিশ্রমেরই ফসল এ মাদ্রাসা। তারই ওস্তাদ এবং ফুরফুরার মজ্জাদ্দিদে জামানের খলিফা সূফী সদর উদ্দিন (রাহঃ) এর নামে তারই প্রচেষ্ঠায় প্রতিষ্ঠিত হয় কাদলা সূফী নাছির উদ্দিন (রাহ:) ফাযিল মাদরাসা ।

পরপরই আউলিয়া কেরামের দোয়ার বরকতের দ্বীনের মশাল হাতে নিয়ে স্ব-মহিমায় এলাকাবাসীর মনকে কেড়ে নেয় অত্র প্রতিষ্ঠান। হযরত সূফী সদর উদ্দিন (রাহঃ) এলমে কেরাতের পারদর্শী করতে এবং মানুষকে সূফিবাদে উজ্জিবীত করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। যশোর জেলার অধিবাসী হযরত সূফী সদর উদ্দিন (রাহঃ) তারই সাগরীদ মৌলভী নাছির উদ্দিন (রাহ:) এর মাধ্যমে এলাকাবাসিকে ধর্মীয় বিশ্বাসে উজ্জীবিত করতে প্রয়োজনের তাগিদে বারবার চলে আসে অত্র গ্রামে। তার পরামর্শ ও সহযোগিতায় প্রয়োজনীয় দীক্ষা নিয়ে এলাকা বাসীর মন কেড়ে নেন সূফী সদর উদ্দিন (রাহঃ) তাকে যারা প্রথমত শ্রম, অর্থ, ভূমি ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেন মৃত জনাব সলিমুদ্দিন তপাদার মৃত আবদুল আজীজ সরদার, মৃত ফজলুল হক মজুমদার প্রমুখ। সর্বপ্রথম মাদরাসার জন্য জায়গা বিলিয়ে দেন তিনি হলেন মৃত রজব আলী তপাদার। এরপর বিভিন্ন সময় যারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, মৃত জনাব সোলায়মান, মৃত আক্রাম উদ্দিন মজুমদার মৃত জনাব আবিদ মিয়া সরদার, মৃত টিও সিদ্দিকুর রহমান মজুমদার ও মৃত আ: ছাত্তার তপাদার, মৃত আবদুল আউয়াল মজুমদার, মৃত সিদ্দিকুর রহমান মজুমদার ও মৃত আব্দুর রব মৌলভী প্রমুখ। বর্তমানে ও একদল ধর্মীয় অনুরাগী তাদের অক্লান্ত শ্রম ও মেধা ঢেলে দিয়ে মাদরাসাকে সার্বিক সহযোগিতা করে আসছেন। এভাবে আস্তে আস্তে১৯০৯ খ্রি: গড়ে উঠে কাদলা সূফী সদর উদ্দিন ফাযিল ডিগ্রি মাদরাসা যা স্ব-মহিমায় উজ্জিবিত।

 

কাদলা এস. এস. ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা

কচুয়া, চাঁদপুর।