Publish Date: 04-Sep-2023
২০২৪ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণ চলিতেছে।
ফাজিল (স্নাতক) ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২২ এর পরীক্ষার্থীদের ফরম পূরণ চলিতেছে।
আদেশক্রমে,
অধ্যক্ষ
কাদলা এস. এস. ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাসঃ-
ঊনবিংশ শতাব্দীর গোড়াতে বৃটিশ উপনিবেশ শাষণামলে উপমহাদেশে যখন আধুনিক ধর্মীয় ও যুগ উপযোগী শিক্ষার কোন সুযোগ ছিলনা, এ অঞ্চলে ধর্মীয় শিক্ষার যখন ত্রাহি ত্রাহি অবস্থা ঠিক তখনি এদেশে তাশরিফ আনেন ফুরাফুরা ছারছিনা, জৈনপুরী সহ অসংখ্য দরবার শরীফের আল্লাহর ওলিরা ও দরবারের মোবাল্লিগন তারা এদেশে দ্বীনের তালিম, ইলমে কেরাতের -সহীহ শিক্ষার প্রচার ও প্রসার কল্পে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তাদের মধ্যে অন্যতম ওলিকুল শিরমনি, কুতুবুল আলম, মুজ্জাদ্দিদে জামান ফুরফুরা শরীফের পীর আল্লামা আবু বকর সিদ্দিকী আল-কুরাইশী (রাহ:)। তারই দোয়া ও ইযাজত নিয়ে অত্র এলাকায় ধর্মীয় এলাকায় ধর্মীয় শিক্ষার হাত দেন শাহ সূফি মোলভী নাছির উদ্দিন (রাহ:)। ১৯০৯ খ্রী: চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার প্রতাপপুর নিবাসী সূফী নাছির উদ্দিন (রাহ:) এলাকাবাসীকে সহীহ কুরআনী তালিম ও ধর্মীয় শিক্ষার অপূর্ব সুযোগ প্রদানে ব্রতী হন। যার অক্লান্ত পরিশ্রমেরই ফসল এ মাদ্রাসা। তারই ওস্তাদ এবং ফুরফুরার মজ্জাদ্দিদে জামানের খলিফা সূফী সদর উদ্দিন (রাহঃ) এর নামে তারই প্রচেষ্ঠায় প্রতিষ্ঠিত হয় কাদলা সূফী নাছির উদ্দিন (রাহ:) ফাযিল মাদরাসা ।
<...Modern science laboratory
Experienced teacher
Rich library
Smart classroom
Modern science laboratory
Experienced teacher
Rich library
Smart classroom
Modern science laboratory
Experienced teacher
Rich library
Smart classroom